কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা,নিহত-১, গুরুতর আহত-৪
মোঃশরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টার দিকে উপজেলার কটিয়াদী সদর বাসট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তিরা হলেন (চালক) শিপন মিয়া (২২) পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ওসমানপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। এছাড়াও নিহত অপর দুই ব্যাক্তি হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের কামালিরচর এলাকার জামাল মিয়া (৩২) ও সবুজ মিয়া (৫০) ।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এছাড়াও এই ঘটনায় আরোও দুজন নিহত হয়েছেন। তবে ঘটনার পর পালিয়ে যাওয়ায় পিক আপ ভ্যানটি আটক করা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।