শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

কচুয়ায় স্কুলছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণের মূলহোতাকে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৩৭ বার পঠিত
কচুয়ায় স্কুলছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণের মূলহোতাকে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বাগেরহাট জেলার কচুয়া থানাধীন কলমিবুনিয়া এলাকায় অষ্ঠম শ্রেনীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা খাওয়া দাওয়া শেষে তার নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত ০১.০০ ঘটিকার সময় স্থানীয় কতিপয় দুস্কৃতকারী সংঘবদ্ধ হয়ে তার বসত ঘরে সুকৌশলে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে নৃশংসভাবে ধর্ষণ করে। ভিকটিমের আত্মচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় রেখে আসামীরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বাগেরহাট জেলার কচুয়া থানায় ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলা করে। এ বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দলটি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০১ মার্চ ২০২২ তারিখ ০০.৫০ ঘটিকার সময় সদর কোম্পানী, র‌্যাব-৬, খুলনার একটি চৌকস আভিযানিক দলটি চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী ১। মোঃ সজীব মোল্লা(২০), পিং-বারেক মোল্লা, সাং-কলমিবুনিয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সে জড়িত আছে মর্মে স্বীকার করে এবং তার সাথে আরো কয়েকজন দুস্কৃতকারী ছিল বলে জানায়। তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর এর কাজ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..