আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গেছে দুই কিশোর, একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে দুই কিশোর। একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলেও নিখোঁজ রয়েছে আরও এক কিশোর। আজ সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে , নিখোঁজ অপরজনকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, নিখোঁজ কিশোরের নাম ইশরার আবরার (১৬) বলে জানা গেছে। সকাল থেকে তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।।