মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার মহেশখালী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৬৭ বার পঠিত

 

আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।

কক্সবাজারের জেলা মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের নেতা মাষ্টার মোহাম্মদ উল্লাহর উপর গত ৯ জুন রাত সাড়ে ৮ টার সময় মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিন রাজঘাটে হামলা চালিয়ে আহত করার ঘটনায় অবশেষে। ১৬/০৬/২০২১ চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে মোহাম্মদ জাহেদ, মোস্তাক আহমদ সহ দুইজনের নাম উল্লেখ করে এবং ৭ জনকে অজ্ঞাত রেখে ৯ জনের বিরোদ্ধে মহেশখালী থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন।

এজাহারে বাদী চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ উল্লেখ্য করেছেন আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর ইন্ধনে গত ওই রাতে দক্ষিন রাজঘাট চেয়ারম্যানের উপর হত্যার লক্ষে পরিকল্পিত ভাবে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন মাতারবাড়ির চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহর উপর হামলায় ২ জনকে আসামী করে মামলা করা হয়েছে এবং ৭ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। অপরাধী সকলকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..