কক্সবাজার মহেশখালী উপজেলা প্রতিনিধি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ২১/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভারস্থ পশ্চিম কুতুবদিপাড়া এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ১। আক্তার হোসেন (৩০), পিতা-মৃত আমির হোসেন, সাং-পশ্চিম কুতুবদিয়া পাড়া, (১নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা, থানা –কক্সবাজার, ০২। আব্দুর রহিম (২২), পিতা- ছগির আহাম্মদ, সাং-টাইম বাজার, পূর্র্ পুইছড়া, থানা-মহেশখালী, উভয়
জেলা-কক্সবাজার’দ্বয়ের হেফাজত হতে ১,৯৩৭ (এক হাজার নয়শত সাতত্রিশ) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।