আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজার জেলা সর্বোচ্চ রেকর্ড ২০৪ জনের করোনা পজিটিভ।
কক্সবাজারে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ৬০ জন রোহিঙ্গাসহ ২০৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৮ জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৭৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫৬৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৭৩ জন, রামুর বাসিন্দা ৫ জন, উখিয়ার বাসিন্দা ২৭ জন, টেকনাফের বাসিন্দা ১৭ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ২ জন, কুতুবদিয়ার বাসিন্দা একজন, বান্দরবানের বাসিন্দা একজন ও চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ৩ জন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..