এ.এইচ রিপন চকরিয়া উপজেলা প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া থানা গোপন সংবাদের মাধ্যমে পুলিশ হাতে ইয়াবা সহ তিনজন নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গত ১৫ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ডুলাহাজারা ইউপিস্থ বঙ্গবন্ধু সাফারী পার্কের সামনে গেইট কক্সবাজার- মহাসড়ক রোড হতে তাদের গ্রেফতার করেন,
ফাঁসিয়াখালী ইউনিয়ন রাঙ্গারজিরি ০৪নং ওয়ার্ড ইব্রাহিম খলিল স্বামী ছেনোয়ারা বেগম (৩৮)২। আজিজুর রহমান স্বামী,
নুর ছফানী (৩২)৩।নুর নবী, উভয় স্বামী নুর কায়েদা (১৯), সাং- বিয়ানী বাজার, বিওসি মোড় কাঠঘর, (০১নং ওয়ার্ড) ইউনিয়ন কালিআইশ, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
চকরিয়া থানা পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত হতে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে ফেরণ করা হয়েছে।