চকরিয়া কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলায় বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টহল।
এ.এইচ রিপন চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলায়
বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার ব্যাটেলিয়ান টহল দিচ্ছে।
চকরিয়া পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম ও চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরীর নেতৃত্বে থানা রাস্তার মাথায় জনসাধারণকে সচেতন করতে চকরিয়া পৌরসদরে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। অন্যদিকে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদীও উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন করতে দেখা যায়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সমন্বয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চকরিয়া পৌর শহরের বিভিন্ন অলিগলিতে টহল জোরদার করেন। সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন অংশ গ্রহণ করেন।
চকরিয়ায় সরকারের লকডাউনের কঠোর নির্দেশনা বাস্তবায়নে চকরিয়া থানা পুলিশের কার্যক্রমও লক্ষনীয়।
দুপুরের পর থেকে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
চিরচেনা চকরিয়া মহাসড়কের দৃশ্য।