“ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠান” সংক্রান্তে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
আজ ০৭ মার্চ ২০২৩ মঙ্গলবার ১০:০০ ঘটিকায় রংপুর টাউন হল চত্বরে ঐতিহাসিক “৭ই মার্চ দিবস ২০২৩” উদযাপন অনুষ্ঠান সংক্রান্তে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর জনাব মোঃ সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, জেলা পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী, চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন অফিসার ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
অনুষ্ঠানে জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত “জন্মকথা” কবিতা’র উদ্ধৃতি করে বলেন,
খোকা মাকে শুধায় ডেকে-
‘এলেম আমি কোথা থেকে,
কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে।’ উত্তরে মা বলেন তার শিশুকালের কথা, কিশোর বয়সের কথা, যৌবনের কথা এবং জীবনের পরবর্তী সময়ের কথা। ঠিক তেমনি ৭ই মার্চ ছিল আমাদের জন্য তাৎপর্যপূর্ণ দিন। এই ভাষণের মাধ্যমে যেন একটি শিশুর যৌবনের প্রকাশ ঘটে। যা বঙ্গবন্ধুর দীপ্ত কন্ঠে এখনো আমরা শুনতে পাই। যা যুগ যুগ ধরে একই ধারায় বয়ে যাবে। আজকের এইদিনে আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে, স্বাধীনতার চেতনাকে ধারন করে ২০৪১ সালের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যেতে হবে। আর এজন্য আমাদেরকে ইতিহাস, মুক্তিযুদ্ধকে জানতে হবে। তিনি ৭ই মার্চের ভাষণ পাঠকারী ছাত্র-ছাত্রীদের প্রশংসা করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পরিশেষে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ই আগষ্টের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য সমাপ্ত করেন।