এসপি ও নবাগত ডিসির সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ
মোঃ হাসান ইমাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ::
১৫ জানুয়ারি ২০২৫ বুধবার দুপুর ১.৩০ মি. ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ পুলিশ সুপার ও নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি হাজী আমানুল্লাহ, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।
অন্যান্যদের মধ্যে ছিলেন, নগর প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, আইন বিষয়ক সম্পাদক মাও. সাইয়্যেদ রিদওয়ান, জেলা যুব আন্দোলন সভাপতি মুহা. যোবায়ের, শ্রমিক নেতা মুহা. ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সংগঠনের প্রকাশনা হাদিয়া দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
নেতৃবৃন্দ পুলিশ প্রশাসক প্রত্যুষ কুমার মজুমদার সাহেবকে নগর সহ-সভাপতি নুর হোসেনর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার অনুরোধ করেন এবং এসপি মহোদয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।