শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

এসডিএফ এর মিথ্যা মামলায় পরলেন বিধবা মরিয়ম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

এসডিএফ এর মিথ্যা মামলায় পরলেন বিধবা মরিয়ম

মো: বাকিরুল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে মেলান্দহ উপজেলা ৫নং নয়ানগর ৬নং ওয়ার্ডে মামা ভাগিনা গ্রামে তিন সন্তানের জননী মা কষ্টে জীবন যাপন করছেন মোছাঃ মরিয়ম বেওয়া (৫০)নামে এক বয়স্ক মহিলা। তার স্বামীর নাম মৃত জালাল শেখ। আনুমানিক ১০ বছর আগে তার স্বামী মারা গিয়েছে, দুই সন্তান ভাল মতো দেখে শোনা করে না। কষ্টের মাঝে চলছে জীবন।

গত ১ বছর আগে এসডিএফ এর টাকা ঋণ নিয়েছে বলে সেই গ্রামের (এসডিএফ) এর সভাপতি মোছাঃ রোকেয়া বেগম বাদী হয়ে কোর্টে একটি মামলা করেন।৪ বার নোটিশ আশার পরে মরিয়ম ১ বার হাজিরা দিয়েছেন।

(১৭ অক্টোবর ) সরেজমিনে গিয়ে দেখা যায়, এবং এলাকার লোকজন বলেন, (এসডি এফ) ভুল করে অন্য নামে যায়গায় বিধবা মরিয়ম এর নাম দিয়েছে।যেখানে বলা আছে মরিয়ম ৬০ হাজার টাকা নিয়েছে।মরিয়ম বলেন, আমি এসডি এফ কোন ঋণ তুলি নাই। মরিয়ম বলেন,আমার দুই সন্তান দিন রোজগার করে দিন খাবার খাই।আমরা গরিব মানুষ এখন আমি মামলাটি কি ভাবে চলাবো।

ওই এলাকার এসডিএফের সদস্য আনোয়ার বলেন, মরিয়ম কাছে এসডিএফেরা কোন ঋণ পাবে না। এটা মিথ্যা মামলা দিয়েছে।

রেজাউল নামে এক ব্যাক্তি বলে,যেহেতু এরা গরিব তাই আমি চাই যাতে এদের নাম কেটে দেওয়া হয়।যাতে করে মিথ্যা মামলায় ভোগান্তির শিকার না হয়।

জামালপুরে মাননীয় জজ সাহেব মরিয়ম বেওয়া অকুল আবেদন জানান, আমি মিথ্যা মামলাটি প্রত‍্যাহার চাই।

এই বিষয়ে মামলার বাদী মোছা: রোকিয়াকে জিঙ্গাসা করা হলে। বাদী মোছা: রোকিয়া বলেন,জালাল এর বউ কোন এসডিএফের অফিস থেকে টাকা নেয়নি, আসলে মরিয়ম কোন দোষী না। মরিয়মে নামে ভুলে মামলা হয়েছে।
এলাকাবাসী চাই যাতে এই মিথ্যা মামলা থেকে মৃত: জালাল এর বউ মরিয়ম মুক্তি পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..