এফবিজেও’র দুই কেন্দ্রীয় নেতা পেলেন আন্তর্জাতিক সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: সাহসী সাংবাদিকতা ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় ভারতে বিশেষ সম্মাননা পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর দুই কেন্দ্রীয় নেতা।
আন্তর্জাতিক সম্মাননা পাওয়া দুই কেন্দ্রীয় নেতা হলেন এফবিজেও’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান,সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সচিব লায়ন এ জেড মাইনুল ইসলাম।
গত বুধবার(১৭ মে) ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরামের আয়োজনে ভারতের আগ্রায় একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই অনুষ্ঠান টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সত্য পাল সিং বাঘেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়,সার্ক জার্নালিস্ট ফোরাম,উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ,ভারত ও নেপালের তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় কেন্দ্রীয় দুই নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া ও মহাসচিব মো. শামছুল আলম।
প্রসঙ্গত: মো. আবু বকর সিদ্দিক গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এবং সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক। অপর দিকে লায়ন এ জেড মাইনুল ইসলাম এফবিজেও’র সাংগঠনিক সচিব,কাফরুল প্রেসক্লাবের সভাপতি ও ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।