এফবিজেওর উদোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন( এফবিজেও) এর উদোগে ৩ মে বিকালে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিজেওর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইঁয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ডেমরা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এফবিজেও মহাসচিব মোঃ শামছুল আলম, অর্থ সচিব আব্দুল বাতেন সরকার, ধর্ম বিষয়ক সচিব মোঃ ইউসুফ হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, দৈনিক স্বাধীন ভাষা সম্পাদক এ কে এম নুরুল ইসলাম।
বক্তরা বলেন, মুখে মুখে সাংবাদিকদের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে তা নেই। সত্য প্রকাশ করতে গেলেই সাংবাদিকদের নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যার শিকার হতে হয়। বর্তমানেও সারাদেশে মিথ্যা মামলায় অনেক সাংবাদিক কারাবাস করছে। এই অবস্থা থেকে আমাদের উত্তরন পেতে হবে। আর এ বিষয়ে সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।