শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

এন্ট্রিপদ নবম গ্রেডের দাবিতে জামালপুরে শিক্ষক সমাজের অবস্থান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

মোঃরাকিব হাসান জামালপুর

জামালপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের আয়োজনে জামালপুর শহরের বকুলতলায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ ৯ম গ্রেড আমাদের দাবি নয়, এইটা আমাদের অধিকার। চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক শিক্ষক পদটি। এই বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের প্রত্যয় নিয়ে মানববন্ধন। মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।’

মানববন্ধনে বক্তব্য দেন ,জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক, সহকারী শিক্ষক আলফার, গোলাম মোস্তফা, মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..