রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

এক দিনের ব্যবধানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কমেছে করোনা সংক্রমণের হার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৭৫ বার পঠিত

 

এক দিনের ব্যবধানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কমেছে করোনা সংক্রমণের হার।

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

এক দিনের ব্যবধানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কমেছে করোনা সংক্রমণের হার। মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৮১ শতাংশ কমে শনাক্তের হার ২৪ দশমিক ৯৩ শতাংশ। আগের দিন সোমবার সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়াও গত রোববার ছিল ২৭ দশমিক ১৭ শতাংশ, গত শনিবার ছিল ৩২ দশমিক ৭১ শতাংশ, গত শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ, গত বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ, গত বুধবার ছিল ২৮ দশমিক ৯০ শতাংশ, গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা ১৫ দশমিক ৮১ শতাংশ কমে শনাক্তের হার ২২ দশমিক ৮৩ শতাংশ। এর আগের দিন সোমবার শনাক্ত ছিল ৩৮ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়াও গত রোববার ছিল ৩২ দশমিক ৯৮ শতাংশ, গত শনিবার ৫৩ দশমিক ৬৮ শতাংশ, গত শুক্রবার ১৬ দশমিক ১৮ শতাংশ, গত বৃহস্পতিবার ১২ দশমিক ৮৪ শতাংশ, গত বুধবার ১৯ দশমিক ২৫ শতাংশ এবং গত মঙ্গলবার ছিল ১৮ দশমিক শূন্য ২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..