এক ঘুমেই চির বিদায়-ড্রাইভার হেলপারকে গাড়ী চালাতে দিয়ে ঘটল দুর্ঘটনা।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় আজ বুধবার ভোরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়লে পাথরের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়,নিহত ট্রাকের ড্রাইভার মজনু মিয়ার চোখে ঘুম আসায় ট্রাকের হেলপারকে পাথর বোঝাই ট্রাক চালাতে দেন। আর মজনু মিয়া ট্রাক বোঝাই পাথরের উপর একটি শপ বিছিয়ে ঘুমিয়া যান।কিছু পথ যেতে না যেতেই পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে পাথরের নিচে চাপা পড়ে নিহত হয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে যান,মজনু মিয়া।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আরিফ আনোয়ারের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা পাথর সরিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।