শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

একসঙ্গে দুজনকে বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৮০ বার পঠিত

জসীম উদ্দিন ইতি

দো ফুল এক মালি, অর্থাৎ জোড়া বিকল্প। কিন্তু ইন্দোনেশিয়ার এক যুবকের
কাছে এই জোড়া বিকল্পই আপাতত জোড়া সমস্যায় পরিণত। ২০ বছরের ওই যুবকের
বিয়ের দিন এসে হাজির হয়েছিলেন তার আগের প্রেমিকা। ঘটনাচক্রে তাকে বিয়েও
করেন তিনি। কিন্তু জোড়া বিয়ের পর তার উপলব্ধি, বড় ভুল হয়ে গিয়েছে! ওই
যুবক, নুর খুসনুল কোটিমা এখনো উপার্জন করেন না। দুই তরুণীকে বিয়ে করে তার
চিন্তা, দুই স্ত্রীর ভরণপোষণ করবেন কীভাবে!

নুর যাকে বিয়ে করছিলেন, তার নাম কোরিক আকবর। তারও বয়স ২০। কোরিক বলেছেন,
নেটমাধ্যমেই আমাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন আমার স্বামীর আগের
প্রেমিকা ইউনিতা রোরি। তারপর আমাদের বিয়ের দিনই এসে হাজির হন তিনি। আমার
স্বামীকে বিয়ে করতে চান। কোরিকের বাড়িতেই এসেছিলেন ইউনিতা। আগের
প্রেমিককে দেখে নুর প্রথমে হকচকিয়ে গেলও পরে তাকেও বিয়ে করে নেন।

নুর বলেছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি ওই সিদ্ধান্ত নিই। দু’জনকে
বিয়ে করার পণও ছিল সমান। সাড়ে ১৭ লক্ষ রুপাইয়া (ভারতীয় মুদ্রায় ৮৯৮০
টাকা)। কিন্তু বিয়ের পর এখন মনে হচ্ছে ওই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করে
ফেলেছি।

নুর জানিয়েছেন, দুই স্ত্রীকে এখন বোঝা মনে হচ্ছে তার। কারণ তিনি বেকার।
এবং দুই মহিলার ভরণপোষণ এখন তার উপরেই নির্ভর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..