আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
একরাম হত্যার প্রাধান হোতাকে স্হায়ীরা আটক করে পুলিশকে সোপর্দ করেছে।
মহেশখালী উত্তর নলবিলার একরাম হত্যার প্রধান হোতা একই এলাকার কবির ডাকাতকে উত্তর নলবিলা একটি বাড়ী থেকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে মহেশখালী পুলিশ কে সোপর্দ করেছে ।
গতকাল ৩০ জুন রাত আনুমানিক সাড়ে ১০ দিকে কোহেলীয়া নদীর উত্তর পাশে মাতারবাড়ী ওয়াপদার পাড়া বেড়িবাঁধের পাশে একরামকে কুপিয়ে হত্যা করে চলে যায় হত্যাকারীরা । একরামের স্বজনদের দাবী তাকে একই এলাকার নুরুল কবির ডাকাতসহ তার লোকজন একরামকে অপহরণ করে , পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ কোহেলীয়া নদীতে ফেলে দেয়া হয়
এর জের ধরে একরাম হত্যার ৯ ঘন্টা পর কবির কে উত্তর নলবিলার একটি বাড়ী থেকে আটক করে স্থানীয় লোকজন । পরে তাকে গণধোলাই দিয়ে আহত করে মহেশখালী থানা পুলিশ কে সোপর্দ করেছে ।