একজন প্রতারক কে ধরিয়ে দিন
ডেক্স রিপোর্ট
একজন প্রতারক নাম শিশির আহমেদ পিতা মৃত বাবর মেম্বার গ্রাম সলিমনগর উপজেলা মির্জাপুর জেলা টাংগাইল। সে মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে পালিয়ে আছে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। তার এ প্রতারণায় বেশ কিছু পরিবার নিঃস্ব হয়ে গেছে।এ প্রতারণার শিকার একজন মোঃ সবুজ খান বলেন আমাকে মিথ্যে কথা বলে আমাকে নেশা দ্রব্য খাওইয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সে আমার বন্ধু ছিল বলে আমি বিশ্বাস করে মনের অজান্তে টাকা দিয়ে ফেলি।এখন আমি রাস্তায় নেমে এসেছি।আমি তার বোনের কাছে টাকা কথা বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয় পরে আমি থানায় জিডি করে রাখি।