এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় শহরের সুষ্ঠু পরিবেশ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, জেলা পরিষদের সিইও, সদর উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন প্রকৌশল দপ্তরের প্রধানগণ, প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক, বিকেএমইএ,চেম্বার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণ,দোকান মালিক সমিতির সভাপতি,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
আলোচনায় নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে কীভাবে স্থায়ী ও টেকসই করা যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষভাবে গৃহস্থালি ও বাজারের বর্জ্য ফেলা, সংগ্রহ এবং ডাম্পিং স্টেশন নির্ধারণ সংক্রান্ত কার্যকর প্রস্তাবনা উত্থাপিত হয়। অংশীজনরা তাঁদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এই শহর আমাদের, তাই এটিকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখাও আমাদেরই দায়িত্ব। আমরা যদি প্রত্যেকে সচেতনভাবে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তবে একটি নিরাপদ, জলাবদ্ধতামুক্ত ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।’
সভায় সকলের সম্মতিক্রমে বর্জ্য ব্যবস্থাপনায় কয়েকটি কমিটি যথা:
১)প্রতিটি ওয়ার্ডে গ্রিন অ্যান্ড ক্লিন কমিটি গঠন
২)প্রতিটি বাজারে ১ টি করে বাজার কমিটি গঠন
৩) কলকারখানাগুলোর ইটিপি মনিটরিং এ জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ টাস্কফোর্স কমিটি গঠন ;
এছাড়া প্রত্যেক ইউনিয়নে একটি করে ডাম্পিং জায়গা নির্ধারণ, প্রতিটি ওয়ার্ডে ০২ টি করে ওয়েস্ট বিন স্থাপন এর যথাপোযুক্ত জায়গা নির্ধারণ, মার্কেট ও সংলগ্ন ফুটপাত দোকানের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত এবং সর্বোপরি মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ এর সিদ্ধান্ত গৃহীত হয় ।