উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের কাজের শুভ উদ্বোধন ।
আনোয়ার হোসেন,মির্জাপুর, টাঙ্গাইল ।
আজ ৯ই নভেম্বর রোজ বুধবার ২০২২ ইং সকাল ৯ ঘটিকার সময় টাঙ্গাইল মির্জাপুরের বাইমহাটিতে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের কাজের শুভ উদ্বোধন করা হয় । কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ,মির্জাপুর টাঙ্গাইল । জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল ,সহকারী কমিশনার ভূমি ,মির্জাপুর টাঙ্গাইল । জনাব মোঃ জুলফিকার হায়দার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , মির্জাপুর, টাঙ্গাইল । জনাব সঞ্চয় কুমার পাল উপজেলা কৃষি কর্মকর্তা । জনাব মোঃ আবু রায়হান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, মির্জাপুর, টাঙ্গাইল । জনাব মোঃ আসাদুজ্জামান বাবুল কবি। জনাব মোঃ সাখাওয়াত হোসেন । জনাব মোঃ জহিরুল ইসলাম শেলী সহ-সভাপতি প্রেসক্লাব মির্জাপুর, টাঙ্গাইল । জনাব মোঃ নজরুল ইসলাম । রমজান আলী ।দেওয়ান আল মামুন । ইব্রাহিম, । আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মির্জাপুর ,উপজেলা শাখা । জনাব মোঃ আঃ হামিদ অগ্রণী ব্যাংক মির্জাপুর টাঙ্গাইল । আরো উপস্থিত ছিলেন বাইমহাটি এলাকার বিশিষ্ট সমাজসেবক শিক্ষকমন্ডলী গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের পক্ষে সকলেই দোয়া করেন যেন এই প্রতিষ্ঠান থেকে কবি সাহিত্যিক সচিব ম্যাজিস্ট্রেট রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তৈরি হয় এবং মিষ্টি বিতরণ করা হয় ।