সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর ৩য় ধাপের সফল সমাপ্তিতে তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে সমৃদ্ধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে-ডিসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পঠিত

উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর ৩য় ধাপের সফল সমাপ্তিতে তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে সমৃদ্ধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে-ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আজ ১৮ অক্টোবর শনিবার ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ এর উদ্যোগে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার মোট ১২৭(একশত সাতাশ)জন আবাসিক/ অনাবাসিক প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা। অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে।

তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এছাড়া অতিথি বক্তাদের দিকনির্দেশনামূলক সেশন প্রশিক্ষণার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা , সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট, বাংলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কানিজ ফারজানা শান্তা।

এছাড়াও সমাপনী অনুষ্টানে প্রশিক্ষনার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানবশক্তিতে পরিণত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমরা যে আশরাফুল মাখলুকাত,অন্য সকল প্রাণি থেকে শ্রেষ্ঠ তার কারণ আমাদের বিবেক। আমাদের এই বিবেকবোধটুকু কাজে লাগিয়ে অন্যের দোষ না দেখে,অন্যের আশায় বসে না থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। তিনি সকলকে মানবিক হয়ে কাজ করার কথাও জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় পর্যায়ক্রমে মোট ৮টি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মোট ১৩৬০জন (এক হাজার তিনশত ষাট ) জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..