শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

উত্তাল মেঘালয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৪৮ বার পঠিত

 

উত্তাল মেঘালয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলা

জসীমউদ্দীন ইতি
পুলিশের গুলিতে জঙ্গি নেতার মৃত্যুকে ঘিরে উত্তপ্ত মেঘালয়ের রাজধানী
শিলং। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ব্যক্তিগত বাড়িতেও বোমা হামলার ঘটনা ঘটেছে।
তবে বাড়িটি খালি থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুখ্যমন্ত্রী বর্তমানে
তার সরকারি বাসভবনে আছেন।

গত শুক্রবার মেঘালয়ে পুলিশের গুলিতে নিহত হন সাবেক বিদ্রোহী নেতা
ক্রিস্টারফিল্ড থাংখিইউয়ে। তিনি স্থানীয় বিদ্রোহী দল হানিয়েট্রেপ
ন্যাশনাল লিবারেশন কাউন্সিলের (এইচএনএলসি) নেতা ছিলেন। ২০১৮ সালে তিনি
সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বিদ্রোহী এ নেতার মৃত্যুর খবর
রটতেই গতকাল রোববার ভারতের স্বাধীনতা দিবসে উত্তপ্ত হয়ে উঠেছে মেঘালয়।

মেঘালয়ে এখনো পর্যন্ত ব্যাপক সংঘর্ষ চলছে। রাজ্যের পূর্ব খাসি পাহাড়
জেলার মাওয়ালি শহরে পুলিশের গাড়ি ছিনতাই করে এইচএনএলসি সমর্থকেরা শহরটিতে
ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এরই মধ্যে শিলঙের কাছে দুটি আইইডি বোমা
বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাজ্য পুলিশের প্রধান আর রামচন্দ্রন
জানান, এই বিস্ফোরণ দুটির জন্য এইচএনএলসি-ই দায়ী।

এদিকে বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ইস্তফা দিয়েছেন রাজ্যের
স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষণ রায়েমবুই। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগ
পত্রে তিনি লেখেন, পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার কারণে দায়িত্ব ছাড়তে
চান তিনি।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি
করেছে রাজ্য সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..