উত্তর কোরিয়ায় প্রবল বন্যায় ভেসে গেছে ১১০০ বাড়ী-ঘর
জসীম উদ্দিন ইতি
উত্তর কোরিয়ায় উত্তর ও দক্ষিণ হামগিয়ং প্রদেশসহ পূর্ব উপকূলের বেশ
কয়েকটি এলাকায় প্রবল বন্যায় ভেসে গেছে ১১০০ বাড়ী-ঘর। কয়েক হাজার
মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স আজ
শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাড়িগুলো তাদের ছাদ
পর্যন্ত প্লাবিত হয়েছে এবং সেতু ও ডাইকগুলি ভেসে গেছে।
এদিকে, উত্তর কোরিয়ার জল-আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রি ইয়ং ন্যাম
জানিয়েছেন, উত্তর হামগিয়ংয়ের অংশে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৫০০
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও আগস্ট মাসে আরও
বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।