রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন সাংবাদিক নেতা রাসেল খান,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৩১ বার পঠিত

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন সাংবাদিক নেতা রাসেল খান,

মোঃ মিজানুর রহমানঃ অনেক সাংবাদিকের স্বপ্নের এলাকা উত্তরা, অনেক দিনের কাঙ্খিত স্বপ্ন উত্তরা প্রেস ক্লাব,অনেক ত্যাগের বিনিময়ে বিশাল ঐক্য তৈরী করে গত ৩০-১০-২১ ইং তারিখে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিয়েছেন আহব্বায়ক কমিটি।সেই  কাঙ্খিত উত্তরা প্রেসক্লাবের ভোটাধিকারের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের তুরাগ(ঢাকা) প্রতিনিধি রাসেল খান।শনিবার উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৭৭ জন ভোটারদের মধ্যে ১৩টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওই নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হন দৈনিক মানবকণ্ঠের তুরাগ (ঢাকা) প্রতিনিধি রাসেল খান। আর ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন যুগান্তর উত্তরখান (ঢাকা) প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ বুলেটিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মানিক খান,যুগ্ম সাধারণ সম্পাদক নতুন বার্তার নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল এহসান মাহতাব ফারাহী,সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হন যুগান্তর তুরাগ (ঢাকা) প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক (সুমন),অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর কবির,দপ্তর সম্পাদক এই বাংলা প্রতিবেদক যোবায়ের আহমেদ নির্বাচিত হন।

উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন দুই প্রার্থী।তারা হলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে উত্তরা নিউজ স্টাফ রিপোর্টার মোঃ তারেক রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন খবর বাংলাদেশের প্রতিনিধি মোঃ সোহেল রানা স্বপন।মহিলা সম্পাদিকা পদে বিজয়ী হন মাইটিভি প্রতিনিধি মাহমুদা আক্তার পুষন এবং কার্য নির্বাহী সদস্য পদের তিনজন বিজয়ী প্রার্থী হলেন যথাক্রমে মুক্ত খবর রিপোর্টার শিউলী আক্তার,আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল হাসান ও আলোকিত প্রতিদিনের সৈয়দ ইদ্রিস আলী।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বত পালন করেন মোঃ শাহীনুর মিয়া। বিজয়ীদের নাম ঘোষনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।এ সময় সাংবাদিক নেতৃবৃন্দদের অনেকেই উপস্থিত ছিলেন। আগামী এক বছরের জন্য নব-নির্বাচিত কমিটি উত্তরা প্রেস ক্লাব পরিচালনা করবেন।

মোঃ মিজানুর রহমান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..