ঈশ্বরদীতে বিজয় দিবস উপলক্ষে টিটিই মিঠুর উদ্যোগে ১০০ স্কুলে জাতীয় পতাকা উপহার,
এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধি,
দেশকে ভালোবেসে ও দেশের প্রতি সম্মান-শ্রদ্ধাবোধ রেখেই আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীর আব্দুল আলিম মিঠুর(টিটিই) এর এ যেন এক ব্যাতিক্রমই উদ্যেগ। একযোগে ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওড়ানোর জন্য ১০০ নতুন জাতীয় পতাকা উপহার দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে ট্রেন টিকিট পরিদর্শক(টিটিই) ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত আব্দুল আলিম বিশ্বাস মিঠু। জাতি গঠনের শিক্ষার স্থান বিদ্যালয়। আর সেই বিদ্যালয়েই ওড়ানের জন্য দেশের জাতীয় পতাকা উপহার হিসেবে দিয়ে তাক লাগালেন টিটিই মিঠু। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় আব্দুল আলিম ১০০ জাতীয় পতাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের হাতে তুলে দেন। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় বক্তব্য দেন ঈশ্বরদী ইউএনও পি এম ইমরুল কায়েস, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা ফারহানা হক, গোলাম মোস্তফা, জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ সাধারণ সম্পাদক সেলিম সরদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নতুন জাতীয় পতাকা উপহার দেওয়া প্রসঙ্গে আব্দুল আলিম মিঠু বলেন,।আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জীবনে এক আনন্দের দিন। এই দিনটি সারাদেশের মানুষ আনন্দ উৎসবে পালন করবে। এই উৎসবে ভিন্নভাবে নিজেকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই চিন্তা থেকে ঈশ্বরদীর ১০০ সরকারে প্রাথমিক বিদ্যালয়ের নতুন পতাকা উপহার দিয়েছি। ১৬ ডিসেম্বর আমার ছেলের বয়স হবে ৯ মাস ১১ দিন। এ দিন ছেলেকে নিয়ে আমার প্রাণের লাল সবুজ পতাকাকে স্যালুট করে জাতীয় সংগীত গাইবো “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”