ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল
মেহেদী সুমন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাগ্যকুল রোডে লালগোলাপ কমিউনিটি সেন্টারের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাকসুদুর রহমান খান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব একেএম আতিকুর রহমান,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ জলিল পাঠান, রফিকুল ইসলাম বাদল, কেএম বিল্লাল হোসাইন প্রমুখ।