সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

ইসলামপুর মাদ্রাসা-প্রশংসাপত্র তুলতে টাকা আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ বার পঠিত

ইসলামপুর মাদ্রাসা-প্রশংসাপত্র তুলতে টাকা আদায়

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ইসলামপুরে জারুলতলা দাখিল মাদ্রাসা সুপাররিন্টেন্ডেন্ট বিরুদ্ধে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র তুলতে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশংসাপত্র তুলতে জনপ্রতি এক হাজার টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে এসব কাগজ দিচ্ছে না মাদ্রাসা সুপাররিন্টেন্ডেন্ট ইসমাইল হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তার বাবা একজন দিনমজুর। ওই মাদ্রাসা থেকে এবছর মানবিক বিভাগ থেকে দাখিল পাস করেছেন। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দাখিলের পরীক্ষা প্রশংসাপত্র তুলতে গেলে মাদ্রাসা সুপাররিন্টেন্ডেন্ট ইসমাইল হোসেন এক হাজার টাকা দাবি করে। কিন্তু তার কাছে টাকা কম থাকায় ফেরত আসতে হয়।

পূর্ব হাড়িয়াবাড়ি এলাকার এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আগে প্রশংসাপত্রের এক হাজার টাকা দাও তার পর প্রশংসাপত্র নিয়ে যাও।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশংসাপত্র নিতে কোনো ফি লাগার কথা না। কিন্তু জারুলতলা দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে।

তিনি আরও বলেন, প্রশংসাপত্র তৈরি করতে কিছুটা খরচ হতে পারে, যা ১০০ টাকার বেশি না।

জারুলতলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণি কর্মচারী সোলায়মান জানান – ইসমাইল হুজুরের নির্দেশনা অনুযায়ী এক হাজার টাকা করে নিতেছে প্রশংসাপত্রের জন্য এবং অনেক শিক্ষার্থী কাছ থেকে এক হাজার টাকা করে প্রশংসাপত্রের জন্য নিয়েছে ইসমাইল হুজুর।

এ ব্যপারে জারুলতলা সুপাররিন্টেন্ডেন্ট ইসমাইল হোসেন বলেন- আমরা ৫০০ টাকা করে প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নিতেছি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: আরিফা আক্তার বলেন, ‘এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। এরপরও যদি টাকা আদায় করে থাকে তাহলে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..