ইসলামপুর বিদেশে যাওয়ার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা
বাকিরুল ইসলাম,জামালপুর প্রতিনিধি: জামালপুরে ইসলামপুর উপজেলা বিদেশে যাওয়ার টাকা চেয়ে না পেয়ে স্ত্রীর গলায় উড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে, ব্যর্থ হয়েছে এক পাষন্ড স্বামী।
স্থানীয় সূত্রে যানা যায়,সাজিদ হাসান নাহিদ (৩১) ফারজানা ইয়াছমীন পলি (২০) কে ধনতলা গ্রামে পলাশের মেয়েকে বিয়ে করে। বিয়ে ১৬ মাস পর পলির একটি পুত্র সন্তান হয়, স্ত্রী ভালোবাসে নাম রাখে হাসবী হাসান সীন।
পলির মা হাসনা বেগম বলেন, ইসলামপুর উপজেলার মুখশিমলা দালাল বাড়ী রেজাউল করিম সাদা ছেলে সাজিদ হাসান নাহিদ ৯/০২/২১ ইং তারিখে দুপক্ষে ঘটকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আমার মেয়ে ফারজানা ইয়াছমীন পলিকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই বিদেশ যাওয়ার নাম করে যৌতুকের দাবীতে পলিকে মানষিক ও শারীরীক নির্যাতন করে আসছিল নাহিদ ও তার পিতা: রেজাউল করিম সাদা ও তার মা সামছুন্নাহার। উপায় না দেখে স্বর্ণালংকার,গরু ইত্যাদি বিক্রি করে ৪,৫০০০০ হাজার টাকা নাহিদের হাতে তুুলে দেয়। এর পরেও টাকার দাবীতে নির্যাতন অব্যাহত থাকে।
(২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটকা সময় পাষন্ড স্বামী নাহিদ পলি মায়ের ধনতলা নামীয় বাড়ীর ভিটা বিক্রি করে টাকা দিতে বললে স্ত্রী পলি তাতে রাজী হয়নী। নাহিদ এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী গলা উড়না পেঁচিয়ে পলিকে হত্যার চেষ্টা চালায়। এ সময় পলি চিৎকার শুনে নাহিদ এর প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করে। পরে পলিকে উদ্ধার করে ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে নাহিদ বাধা সৃষ্টি করে।
পরে পলি কে আহত অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাজিদ হাসান নাহিদ বাড়িতে গেলে পরিবারের পুরুষ সদস্য না থাকায় কেউ কথা বলতে রাজি হয়নি।মুঠোফোনে নাহিদ সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
নিরুপায় হয়ে নির্যাতিত গৃহবধূ ২ অক্টোবর জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালত-১ এ মামলা দায়ের করেন।
নির্যাতনের স্বীকার গৃহবধূ পলি বলেন, মামলা দায়েরের এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। আমার উপর চলা নির্যাতনের আমি সুষ্ঠু বিচার চাই। দোষীদের এমন শাস্তি দেয়া হোক যাতে আর কোন স্বামী যেন যৌতুকের জন্য তাদের স্ত্রীদের নির্যাতন করার সাহস না পায়। যদি সঠিক বিচার না করা হয় তাহলে যৌতুক লোভীরা তাদের স্ত্রীদের নির্যাতন করতে উৎসাহিত হবে। দেশের অনেক গৃহবধূরা বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।