ইসলামপুর বজ্রপাতে প্রাণ গেল তিন জনের
মো: বাকিরুল ইসলাম: জামালপুর প্রতিনিধি,জামালপুরে ইসলামপুর উপজেলার বজ্রপাতে দাদা নাতিসহ তিন জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চরগোয়ালিনী কান্দার চর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুন্দর আলী(৬৫) নাতি রফিক (১৫) চরগোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো: মোশারফ (৪৫)।
স্থানীয় এলাকায় লোকজন জানান, সুন্দর আলী নাতিন রফিক সহ বাড়ি পাশে কৃষি কাজের জন্য যায়।
এরমধ্যে বৃষ্টি শুরু হলে এসময় প্রচণ্ড শব্দে হঠাৎ বজ্রপাত হলে সুন্দর আলী মৃত্যু হয়।পিছনে রফিক ও মোশারফ মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কিছুখন পরে রফিককে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মোশারফ হোসেনকে উন্নত চিকিৎসা করার জন্য জামালপুর সরকারি হাসপাতালে রেফার্ড করে। জামালপুর হাসপাতালে যাওয়া পথে মোশারফ মৃত্যু হয়।
খবর পেয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মোর্শেদ জামান লাশ দাফনের জন্য তিন নিহত পরিবারের জন্য নগত পাচঁ হাজার টাকা করে তুলে দেন।