শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ইসলামপুর কলেজে জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২০ বার পঠিত

ইসলামপুর কলেজে জাতীয় শোক দিবস পালিত

বাকিরুল ইসলাম, (জামালপুর প্রতিনিধি) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি ইসলামপুর কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সরকারি ইসলামপুর কলেজ হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মুছলিম উদ্দিন আকন্দ, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের জোবায়েদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞাগের কামরুন্নাহার, অর্থনীতি বিভাগের দিলশাদ নাসরিন, প্রভাষক আমিনুল ইসলাম, জিন্নাত আরা ইয়াসমিন, তাহিরা বেগম, মাহবুবুল আলম মাশুক, সামিউল আওয়াল ডনি, মুহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক
মোহাম্মদ আহসান হাবিব রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক শেখ মোহাম্মদ রুহুল আমীন জীবন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এ.এম আনিছুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আহছান উল্লাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
আলোচনার এক পর্যায়ে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা ও সুরে সঙ্গীত পরিবেশ করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসনাত তালুকদার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে বক্তব্য রাখে, উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র শিশির, রাসেল, মিথিলা, সাদিয়া জান্নাত ও মাইশা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..