সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

ইসলামপুর এক পরিবারের প্রতি বার বার অত‍্যাচার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

ইসলামপুর এক পরিবারের প্রতি বার বার অত‍্যাচার

মো: বাকিরুল ইসলাম জামালপুর প্রতিনিধি, জামালপুরে ইসলামপুর উপজেলা পার্থশী ইউনিয়নে ৩ নং ওয়ার্ড পশ্চিম পার্থশী গ্রামে তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে মো:রাশেদুল ইসলাম (৩৫) মো: আছলাম আলী (৫০) উভয় পিতা: আফসার আলী মো: শফিকুল ইসলামের বসত বাড়ির পেপের বাগান (৬ সেপ্টেম্বর ) ভোরে কেটে ফেলেন জানা যায়। এর আগে শফিকুল ইসলামের আম গাছ, জাম গাছ, পেপে গাছসহ প্রায় ১৫ গাছ কেটে ফেলে।

এলাকার লোক জন বলেন, অনেক দিন আগে থেকে শফিকুলের সাথে রাশেদুলের পরিবারের সবাই অন‍্যায় ভাবে অত‍্যাচার করিতেছে। গত ১৬/০৭/২০২১ ইং শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় শফিকুলের স্ত্রী মোছা: নুরেজা বেগমের বসত বাড়িতে গিয়ে রাশেদুল, আছলাম, আছছার, রাশেদা বেগমসহ নুরেজাকে কিল ঘুসি টানা হেজড়া করে। রাশেদুল দ‍া দিয়ে হত‍্যার উদ্দেশ্যে মাথা লক্ষ‍্য করিয়া কোপ মারিলে নুরেজার বাম হাতের তালুতে লাগিয়ে কেটে যায়। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার পর এলাকার লোকজন এসে জামালপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। শফিকুলের পরিবারের জীবন বাচানো জন‍্য রাশেদুল, আসলাম,আফসার, রাশেদা বেগমসহ জামালপুর জজকোর্টে সি.আর মামলা করেন। মামলা নং (১৮৭) ১২১। এখন পযর্ন্ত আসামীরা শফিকুলের পরিবারের সবাইকে মারার হুমকি দেয়।

আরো জানা যায়, মো: রাশেদুল ইসলাম একজন হুজুর মানুষ সে পার্থশী ইউনিয়নে শেখ পাড়া জমে মসজিদে খতিব ও ইমাম সাহেব। শফিকুলের মামলার পর রাশেদুল ইসলাম শফিকুলের পরিবারের প্রতি ও তার শশুর শাশুড়ির নামে একটি মিথ্যা জামালপুর জজকোর্টে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..