স্টাফ রিপোর্টার জসীমউদ্দীন ইতি
অধিকৃত পশ্চিমতীরে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে ইসরায়েলি
নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে ৩৭০ জনের বেশি
ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।শুক্রবার (৯ জুলাই) এ ঘটনা ঘটে বলে খবর
প্রকাশ করেছে আল- জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে ইসরায়েলের অবৈধ
নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে করেন ফিলিস্তিনি জনগণ। এ সময় তাদের
ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভের সময় টায়ারে আগুন ধরিয়ে দেয়
আন্দোলনকারীরা এবং ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমতীরের বেইতা শহরে শুক্রবার জুমার নামাজের
পর বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও রাবারে
মোড়ানো স্টিল বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ৩৭৯ জন ফিলিস্তিনি
আহত হয়েছেন। এদের মধ্যে গুলিতে আহত হয়েছেন ৩১ জন। একই চিত্র দেখা গেছে
কাফর কাদুম ও বেইত দাজনে শহরেও।