বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

ইয়াবাসহ লিটন নামে এক ব্যক্তি আটক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পঠিত

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা লিটন আটক।

সরকার সালাহউদ্দীন সুমন,রংপুর বিভাগ।

নীলফামারীর কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ লিটন আমীন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

লিটন আমীন উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর চামশাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেলের গাড়ির সিটের নিচে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকায় অভিযান চালানো হয়। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..