রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

ইউসেপ বাংলাদেশ রংপুর আয়োজিত “চাকুরী মেলা ২০২৩” অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৪ বার পঠিত

ইউসেপ বাংলাদেশ রংপুর আয়োজিত
“চাকুরী মেলা ২০২৩” অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
আজ ১১ই মার্চ ২০২৩ খ্রি. ইউসেপ রংপুর রিজিওনাল কমপ্লেক্স, তালুক ধর্মদাস, রংপুর প্রাঙ্গণে ইউসেপ বাংলাদেশ রংপুর আয়োজিত “চাকুরী মেলা ২০২৩” এর আয়োজন করে। অনুষ্ঠানটিতে রংপুরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, জনাব মোস্তফা সোহরাব চৌধুরী (টিটু), প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চাকুরী মেলার সভাপতিত্ব করেন ড. মোঃ আব্দুল করিম নির্বাহী পরিচালক, ইউসেপ বাংলাদেশ (সাবেক মুখ্য সচিব)।

উক্ত আলোচনা সভায় পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম মহোদয় ইউসেপ বাংলাদেশ রংপুর আয়োজিত “চাকুরী মেলা ২০২৩” সম্পর্কে বলতে গিয়ে, ১৯৮৮ সালে “ইউসেপ” একটি জাতীয় এনজিও হিসেবে নিবন্ধিত হয়ে রংপুরে ১২১তম এনজিও (মোট ১২৩টি এনজিও) হিসেবে কার্যক্রম শুরু করে। শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে “ইউসেপ” কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা একইভাবে রংপুরের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থার মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবে এই আশা তিনি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..