শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মেলান্দহে শাহজাতপুর ছেলে-মেয়েরা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৩২ বার পঠিত

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মেলান্দহে শাহজাতপুর ছেলে-মেয়েরা।

মো: বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে মেলান্দহ পৌরসভা শাহজাতপুর ছেলে-মেয়ে ২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ কে সামনে রেখে রাত ১২.০১ মিনিটে দিকে কেক কেটে স্বাগত জানানোর মধ্য দিয়ে মেলান্দহবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শাহজাতপুর ছেলে- মেয়েরা।

তারা বলেন, নতুন দিনের আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।

শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২১ সালকে বিদায় জানিয়ে নতুন করে করোনামুক্ত আগামীর সুস্থ, সুন্দর, স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা রেখে ২০২২ সালে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে, সবাইকে আমরা আবারও জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!

(৩১ ডিসেম্বর) সরেজমিনে রাতে ঘুরে দেখা যায়, প্রতি গ্রামে গ্রামে, প্রতি মোড়ে মোড়ে, হাট বাজারে, ব‍্যাবসা প্রতিষ্টানেে, শিক্ষা প্রতিষ্টানেে কেক কেটে, আতশবাজি দিয়ে, গান বাজনা করে, নাটক করে, আবার কেউ কুরআন তাফসীর মাহফিল করে ২০২২ সালকে বরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..