রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী জেলা স্পেশাল কমিটির সম্মানিত উপদেষ্টা ও ৮০ দশকের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তিনি বিষয়টি নিজে নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।আসাদুজ্জামান আসাদ সাহেব জানান, ডেঙ্গু আক্রান্ত হলেও তিনি অনেকটা সুস্থ আছেন। তিনি ঢাকায় আছেন। সেখানে পরিবার পরিজন না থাকায় রাজশাহীতে চলে আসবেন এবং রাজশাহীতে এসে এখানকার ডাক্তারদের অধিনে চিকিৎসা নিবেন।
আসাদুজ্জামান আসাদ সাহেব এর জন্য রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক,রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি, বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক সন্ধাবাণী পত্রিকার স্টাফ বিপোর্টার জনাব মো: মানসুরুর রহমান সহ সংগঠনের সকল সদস্য গণ।