আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
আজ ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি. ১০:৩০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ ‘হল অব প্রাইড’ এ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় আইজিপি ড. বেনজির আহমেদ এঁর সভাপতিত্বে উক্ত সভায় সরাসরি উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপিবৃন্দ; পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এর প্রতিনিধি; মহাপরিচালক, ডিজিএফআই এর প্রতিনিধি ও ঢাকাস্থ পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও অফিসার ইনচার্জবৃন্দ কমিশনার মহোদয়ের সাথে উক্ত ভার্চ্যুয়াল সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত স্পেশাল ব্রাঞ্চ এর প্রধান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও ডিজিএফআইয়ের প্রতিনিধিগণ পূজা উদযাপন নির্বিঘ্ন করার লক্ষে তাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। এরপর পর্যায়ক্রমে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও তাদের অভিমত ব্যক্ত করেন।
এরপর মাননীয় আইজিপি মহোদয় সকলের প্রদত্ত অভিমতের প্রেক্ষিতে তাঁর বক্তব্য প্রদান করেন। তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন করার লক্ষে সকলের জন্য করণীয়, বর্জনীয়, সতর্কতা অবলম্বন, ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার মনিটরিং এর উপর গুরুত্ব আরোপের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
সভায় সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেকটর ও আর্চওয়ে গেইট স্থাপন, পূজামন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা,পূজামন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আযান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে। যে কোন জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা-৯৯৯- এ কল করার জন্যও অনুরোধ করা হয়েছে।
আইজিপি মহোদয় বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের অস্তিত্বের সাথে মিশে আছে।” সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি কমিউনিটি পুলিশের সদস্য এবং বিট পুলিশ কর্মকর্তাগণকে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে পূজার নিরাপত্তায় নিয়োজিত থাকার অনুরোধ জানান।
সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। তারা আইজিপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।