শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

আসন্ন “শারদীয় দুর্গোৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে জেলার পূজা উদযাপন কমিটির সহিত শেরপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

মো: কামরুজ্জামান মোল্লা , প্রতিনিধ শেরপুর জেলা।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৫ নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে ও যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন।

মাননীয় পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, নৈশ্য পাহারার ব্যবস্থাকরণ, মন্ডগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইট এর ব্যবস্থা রাখা, পূজামণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধ আইনগত ব্যবস্থা গ্রহন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আযান ও নামাজের সময় পূজা কার্যক্রম বন্ধ রাখা সহ যথাসময়ে পূজা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে পুলিশ সুপার মহোদয় সকলকে আশ্বস্ত করেন।তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলার সকল পূজা মণ্ডপের জন্য উপস্থিত নেতৃবৃন্দের হাতে প্ল্যাকার্ড তুলে দেন। এই প্ল্যাকার্ড থানার ওসি, ডিউটি অফিসারসহ জরুরি প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে।

​এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ জনাব খন্দকার মোঃ শহীদুল হক, জেলার পাঁচ থানার
অফিসার ইনচার্জ-সহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..