আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে খালিশা চাপানী ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে চতুর্থ ধাপে তফসিল ঘোষণা হয়েছে ১০ই নভেম্বর,২০২১ইং। চতুর্থ ধাপের তফসিল ঘোষণায় নির্বাচন হতে যাচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলা ০৭টি ইউনিয়নের।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ই ডিসেম্বর,২০২১ইং।
উক্ত নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং খালিশা চাপানী ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩- নভেম্বর,২০২১ইং) বিকাল ৩ ঘটিকায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা করা হয়। দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র এবং দলীয় মার্কা নির্বাচনের জন্য ঢাকায় ০২জনের নাম পাঠানো হবে।
উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান আকুল চৌধুরী’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোঃ সোহরাব হোসেন।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল হক সরকার মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নীরেন্দ্রনাথ রায় সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিগত বারের সফল চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার, নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ সেলিম সরকার (লেবু), ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ রশিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় সহ ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের সকল নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য যে, এই বর্ধিত সভায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া প্রার্থীদের তালিকা করা হয়। এতে নাম উঠে আসে চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান আকুল চৌধুরী’র। এই দুটি নামের যে কোন একটি নাম দলীয় মনোনয়ন পেলে কোন দ্বন্দ্ব না করে সবাই নৌকার পক্ষে কাজ করে যাবেন বলে জানিয়েছেন।