মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৪১ বার পঠিত

 

ডেস্ক রিপোর্ট :

শুক্রবার (২২ জুলাই) বিকাল ৫ ঘঠিকার সময়  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন উপলক্ষে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন, আলহাজ্ব মোহাম্মদ নুরুল বাশার পরিচালক কেন্দ্রীয় কমিটি, এছাড়া ও উপস্থিত ছিলেন- সংস্থার মোঃ নাসিম মোল্লা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর, মোঃ নজরুল ইসলাম নাহীম, সহ-সভাপতি, কে এম আলী আকবর, কেন্দ্রীয় সহ পরিচালক, মোঃ আকবর হোসেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা, লাইলা ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক,মোঃ কামাল হোসেন ওয়াসিম, এস এম নাঈম,যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শফিউল আজম রুবেল, এস এম মেহেদী, মো: সাইফুল ইসলাম চট্টগ্রাম বিভাগ।

এছাড়া শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদকের অসুস্থ্য স্ত্রীকে দেখতে যান সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সজল। তিনি চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

একইদিন সন্ধ্যায় চট্টগ্রামের বিভাগীয় সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সাথে স্থানীয় ফুডপার্ক রয়েল হাটে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড ও বিভাগের সম্মেলনের ব্যাপারে অভিমত ব্যক্ত করেন।
রাতে ঢাকা ফেরার পথে মোঃ নাসির উদ্দিন (নীরব) কেন্দ্রীয় সহকারী পরিচালক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..