আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন।
বাপ্পি কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি ।
ঢাকার সাভার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ডিইপিজেড ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর ) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার দেওয়ান মার্কেট এলাকার এবি নীটওয়্যার লিমিটেড কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানান – দুপুরে কারখানায় কাজের সময় ভারি বস্তুর ঘর্ষণে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় আধা ঘন্টা চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলে – আগুনের ঘটনায় কারখানায় প্রায় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আগুন সম্পুর্ণ নির্বাপন করে ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে এসেছে।