রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় পত্রিকার ফেরিওয়ালা নিহত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় পত্রিকার ফেরিওয়ালা নিহত।

বাপ্পি কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি।

সাভার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোঃ রুহুল আমিন ( ৬০ ) নামের এক পত্রিকার ফেরিওয়ালা নিহত হয়েছে। তিনি প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা ফেরি করে বিক্রি করতেন।

বুধবার ( ২০ অক্টোবর ) ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় ভোর ৫ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন টাঙ্গাইল জেলা সদর থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে ” ঢাকা সংবাদ পত্র হকার,স ” বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করতেন।

হাইওয়ে পুলিশ জানায়- ভোরে স্মৃতিসৌধের ভেতরে পত্রিকা পৌঁছে দিতে ঢাকা আরিচা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় মানিকগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যান ( ঢাকা আরিচা মেট্রো – ট – ১১৫৩৪১ ) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার উপ- পরিদর্শক ( এস আই ) সারোয়ার হোসেন বলেন – মূলত সড়ক পারাপারের সময়েই এই দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..