আশুলিয়ায় ২৭ লাখ টাকার হেরোইনসহ নারী আটক।
বাপ্পী কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকা আশুলিয়ায় ২৭ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ খাদিজা বেগম ( ৪০ ) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব – ৪। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ তিন হাজার নয়শো পয়ষট্টি ( ৩৯৬৫ ) টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২২ জুলাই ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব – ৪। এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আসামী মোছাঃ খাদিজা বেগম ঢাকা জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব – ৪ জানান – বুধবার সকালে গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে লুকানো (২৬৪) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় – আসামী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। আটক নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।