মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

আশুলিয়ায় শারমিন গ্রুপের শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পঠিত

আশুলিয়ায় শারমিন গ্রুপের শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ

মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহাল সহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকেরা।

শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজন কে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ  ৪০০ এর অধিক শ্রমিক ছাটাই করলে ছাটাইকৃত শ্রমিকরা সকাল থেকে  রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুরের শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় সাড়ে ৪শ ছাটাইকৃত শ্রমিক তাদের বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহাল সহ বেশ কিছু দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষুদ্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..