আশুলিয়ায় একটি ব্রীজের নীচ থেকে লাশ উদ্ধার
মোঃ শামীম আহমেদ,
বিশেষ প্রতিনিধি:
আশুলিয়ায় একটি ব্রিজের নীচ থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার ডাবল ব্রিজের নীচ থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত মজিদ (৪৮) সিরাজগঞ্জের কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় পাগল ভেসে ঘুরতো বলে জানা যায়।
পুলিশ জানায়, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সে ওই এলাকায় পাগল ভেসে ঘুরতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিজ থেকে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই(উপ-পরিদর্শক) জাহাঙ্গীর আলম জানান, সকালে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল করে লাশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপরে তার পরিচয় সনাক্ত করা হয়। মরদেহ ময়ণা তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।