মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

আলোকিত ছনুয়া গঠনে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের করণীয়’ শীর্ষক সেমিনার এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

‘আলোকিত ছনুয়া গঠনে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের করণীয়’ শীর্ষক সেমিনার এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

 

নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরো প্রধান

 

পেশাজীবী শিক্ষামুলক সমিতি আলোকিত ১২নং ছনুয়া ইউনিয়ন শিক্ষাপ্রশাসন, প্রধান শিক্ষক, মাদরাসা সুপার, জনপ্রতিনিধি এবং অভিভাবকদের নিয়ে শিক্ষামুলক সেমিনারের আয়োজন করে। সমিতির পক্ষ থেকে ১৪ টি প্রাইমারী, ৪ টি উচ্চ বিদ্যালয় এবং ৩ টি দাখিল-ফাজিল মাদরাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ১৫০ জন কৃতী শিক্ষার্থীদের হাতে মূল্যবান শিক্ষাসামগ্রী এবং বই তুলে দেয়া হয় আর প্রত্যক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পাশাপাশি ৪০তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঁশখালীর ৭ জন কৃতী সন্তান এবং ১৩ জন নবনির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয়া হয়। সেমিনারের প্রবন্ধ উপস্থাপক চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের শিক্ষক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব (বিসিএস, সাধারণ শিক্ষা) বলেন মানুষ গড়ার কারিগর হল একমাত্র শিক্ষক। শিক্ষকরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, রাজনীতিবিদ অর্থাৎ সকল পেশার মানুষ করার কারিগর। এই কারিগরকে যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। অন্যথায় শিক্ষার হার বাড়বে কিন্তু দক্ষ মানবসম্পদ হবে না। মেধাবিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে। শিক্ষায় মডেল রাষ্ট্র সিঙ্গাপুর, জার্মানি, সুইডেন, জাপান, উত্তর কোরিয়াকে অনুসরণ করতে হবে। আমাদেরকে পিছিয়ে পড়ার সুযোগ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বিশ্বাস করতেন, শিক্ষায় ব্যয় নিছক একটি ব্যয় নয় এটি বিনিয়োগ। টেকসই উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত শিক্ষাই বড় হাতিয়ার তাতে সন্দেহ নেই। প্রধান অতিথি প্রফেসর ড. মো: ফজলুল কাদের বলেন শিক্ষাকে গবেষণা নির্ভর করে সাধারণ জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং আলোকিত মানুষ করার জন্য সবাইকে আহবান জানান। শিক্ষার মূল ভিত্তি প্রাইমারী স্তর যাতে আরও টেকসই যাতে হয়। এইজন্য সবাইকে শিক্ষার ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া অত্র ইউনিয়ন এর সকল প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষককে এলাকার শিক্ষার প্রতি আরও দায়িত্বশীল হওয়া এবং এই ধরনের সেমিনার এলাকার প্রাথমিক-মাধ্যমিক লেভেলের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে। চেয়ারম্যান এম. হারুন-অর-রশিদ শিক্ষার মানোন্নয়ন এর জন্য শিক্ষকেরা আরও দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ জানান এবং ভবিষ্যতে সকল ধরনের সহায়তা ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ, অধ্যক্ষ হামেদ হোছাইন, ছানা উল্লাহ, মেরিন অফিসার এমরান। সেমিনারের উপস্থিত বক্তারা গুরুত্বপূর্ণ দেন উক্ত সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সেমিনার, আলোচনাসভা আয়োজন করে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের মধ্য মোটিভেশন কার্যক্রম, জনসচেতনতা এবং জবাবদিহিতা যাতে বৃদ্ধি পায়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ রাশেদুল ইসলাম (বিসিএস,স্বাস্থ্য), ৪০তম বিসিএস সুপারিশপ্রাপ্ত রানা দাশ, তপেস কান্তি দেব, সমাজ সেবক নোমান চৌধুরী, সিনিয়র শিক্ষক এনামুল হক, উপস্থাপক সমাজসেবক আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার, মো: জমির, ছরওয়ার আলম, বিভিন্ন পেশাজীবী সদস্যরা এবং অভিভাবক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..