আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় আলিনগর স্কুল ও কলেজের আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল দশ টায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি
আবুল কাসেম মোহাম্মদ মাসুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত বক্তব্য রাখেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল।
আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, শাহজাহান আলী, পিটিআই সভাপতি মসিউর রহমান, কৃষি ব্যাংক রহনপুর শাখা বাব্যস্থাপক আতিকুর রহমান, বিদায়ী ছাত্রী সিফা খাতুন, সাফিয়া তাহসিন, ছাত্র আব্দুস সামাদ প্রমুখ।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা।