আলভীর চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার আর্থিক সহায়তা
এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ::চিকিৎসার খরচ যখন যোগাতে পারছিলেন না, তখন আর্থিক সহায়তার জন্য আবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট।
সে আবেদনে সারা দিয়ে রবিবার নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। সহায়তায় অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ পানির ট্যাংকি রোডের মোঃ বাবুর স্ত্রী রাশিদা বেগম। নিজ কন্যা হাকিমা আক্তার আলভী (১৫) চোখের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। দীর্ঘদিন যাবৎ চোঁখের সমস্যায় ভূগিতেছে আলভী। ইতিপূর্বে আলভীর বাম চোঁখে অপারেশন করা হয়েছে। বর্তমানে ডান চোঁখে অপারেশন করতে হবে। যার অপারেশন ব্যয়ে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। কিন্তু আলভীর বাবা একজন দিন মজুর হওয়ার পরিবারের পক্ষে অপারেশনের ব্যয়ভার বহন করা সম্ভব নহে। এছাড়াও জরুরী ভিত্তিতে চোঁখের অপারেশন করিতে না পারিলে আলভীর অপূরনীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।