শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

আর এস কম্পোজিট কারখানা খুলে দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও সমাধান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পঠিত

আর এস কম্পোজিট কারখানা খুলে দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও সমাধান

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আজ ১৮ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ফতুল্লা থানাধীন শাষনগাঁও এলাকায় অবস্থিত *আর এস কম্পোজিট লিঃ* কারখানার ১০৬ জন শ্রমিক কে সাময়িক দরখাস্ত করার দাবিতে এবং কারখানা খুলে দেওয়া ও ১০৬ জন শ্রমিকে চাকরির বহল রাখার দাবিতে শ্রমিকরা অবস্থান গ্রহণ করেন।পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক *মোঃ আলমগীর হোসাইন*, *মেজর মোঃ আয়াজ*, আর এস কম্পোজিট এর মালিক *মোঃ মোর্শেদ সরোয়ার সোহেল*, কোম্পানির সি ইউ মুজিবুর রহমান, শ্রমিক নেতা *আবু সাঈদ*, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিকেএম এর শ্রম পরিদর্শক *মোঃ রবিন মিয়া* শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সাময়িক বরখাস্ত কৃত ১০৬ জন শ্রমিকদের কেউ গার্মেন্টস এলাকায় আসবে না তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা নির্দোষ প্রমানিত হবে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হবে। যারা কাজ করতে ইচ্ছুক প্রত্যেক সেকশন থেকে ১০ জন করে নামীয় তালিকা জমা দিবে। তারা ফ্যাক্টরির সার্বিক পরিস্থিতি বজায় রাখবে। যাতে করে বহিরাগত কোন লোক ফ্যাকটরিতে এসে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে । আজকে এবং আগামী কালকের ভিতরে যদি শ্রমিকরা সকলে লিখিত দিতে পারে ‌ তাহলে আগামী শনিবার থেকে গার্মেন্টস খুলে দেওয়ার আশ্বাস প্রদান করেন গার্মেন্টস কর্তৃপক্ষ । উপরোক্ত সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা যার যার মত জেলা প্রশাসক কার্যালয় হতে চলে যায় এবং শ্রমিকদের সমস্যা সমাধানের ব্যবস্থা করে দেওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন সহ উপস্থিত সবার প্রতী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..